প্রকৃতি কন্যা
সিলেট, নামটি শুনলে আমাদের চোখের সামনে ভেসে উঠে চা বাগানের দৃশ্য । অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার দুটি পাতা একটি কুঁড়ির অঞ্চল হলো সিলেট। বাংলাদেশের উত্তর-পূর্বে অবস্থিত এই প্রাচীন এই নগরীর সংস্কৃতিক ঐতিহ্য, বনজ, খনিজ এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত।
প্যাকেজে যা যা থাকছে :
- সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার
- ঢাকা -সিলেট-ঢাকা নন এ/সি বাস এর টিকেট
- বিভিন্ন স্থানে বোট ফি
- হোটেলে থাকার খরচ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- কোন প্রকার বীমা
Share