ঝর্ণা আর পাহাড় আর মেঘের মিলন মেলা
ভারতের সেভেন সিস্টার খ্যাত রাজ্যগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে মেঘালয় রাজ্য । এর সৌন্দয্যে অবিভূত হয়ে একে ডাকা হয় প্রাচ্যের স্কটল্যান্ড নামে ।
মেঘলায় রাজ্যটি ৩টি জেলায় বিভক্ত : জৈন্তিয়া হিল, খাসি হিল এবং গারো হিল ।
মেঘালয়ের চেরাপুঞ্জিতে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ।
প্যাকেজে যা যা থাকছে :
- সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার
- সকল ধরনের ট্রান্সপোর্ট খরচ
- বিভিন্ন স্পটে এন্ট্রি ফি ও পার্কিং ফি
- হোটেলে থাকার খরচ
- অভিজ্ঞ গাইড
- ভিসা ফি
- ট্রাভেল ট্যাক্স
- বর্ডারে স্পিড মানি
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- কোন প্রকার বীমা
Share